বাংলার মন

বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম

বাংলা ও বাংলার সংস্কৃতির নিজস্ব মঞ্চ বাংলার মন।  বাংলা জুড়ে ঘটে চলা ক্রমবর্ধমান বিভিন্ন অপরাধ ,সন্ত্রাস এবং অরাজকতা বিরুদ্ধে প্রতিবাদের নাম হলো বাংলার মন।  বাংলার কবি, সাহিত্যিক, অভিনেতা, নাট্য শিল্পী, যাত্রা শিল্পী, নৃত্যশিল্পী, চিত্র শিল্পী, বাচিক শিল্পীদের ভরসার প্ল্যাটফর্ম বাংলার মন ।  আপনাদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ এই মহান কাজে বাংলার মন কে সফল করে তুলতে পারে। তাই আপনাদের কাছে আমাদের আহ্বান, আসুন সংগঠিত হোন, নিজেকে সুরক্ষিত করুন এবং বাংলার মন কে শক্তিশালী করুন ।

‘বাংলার মন’ আয়োজিত অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করতে শিল্পীবৃন্দ / পারফর্মিং গ্রুপগুলি নিম্নিলিখিত লিঙ্ক এ দেওয়া ফর্ম পূরণ করুন ।
পদ্ধতি –
2. আপনার জিমেইল আইডি দিয়ে লগ ইন করুন
3. রেজিস্ট্রেশান ফর্মটিতে আপনার বিস্তারিত দিন
4. ফর্মের নিচে দেওয়া সাবমিট বাটনটি ক্লিক করুন
এছাড়াও বাংলার মন আয়োজিত বিভিন্ন কর্মসূচী ও অনুষ্ঠানে অংশগ্রহণ ও নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুনঃ